ঢাকের বাদ্যি সিঁদুর খেলা
নেইতো খুশির আবেশ
মা গেছেন কৈলাস ধামে
মানবে ক’জন আদেশ!


মুখে আছে রঙিন মুখোশ
যেন ওটাই ফ্যাশান
আলোর মেলা ফাঁকা মণ্ডপ
তবুও লড়াই দেখান!


মায়ের আশিস ক’জন পেল
ক’জন করল পুণ্য
গর্ব অহং গেল কোথায়
সবই এখন শূন্য।


শিশির ভেজা শারদ প্রাতে
মায়ের চোখেও জল
বাঁচাব তোদের কেমন করে
এযে পাপের ফল!


তোদের জন্যে আসেনা ঘুম
দুপুর কিংবা রাতে
লোভ লালসা হিংসা বিদ্বেষ
ভুলে যা একসাথে।


   ****


রচনাকাল – ২৭/১০/২০২০