ছোট্ট গাঁয়ে জন্ম আমার
খুবই ছোট্ট ঘর
মা ছেলেতে থাকি দু'জন
হয় না কখনও জ্বর।


মায়ের হাতের শাক সেদ্ধ
মোটা চালের ভাত
তৃপ্তি করে খেতাম মোরা
নেই কোনো অজুহাত।


দু'বেলা হোতো না ভাত রান্না
তবুও হাসি মুখ
শত ছিন্ন শাড়িতে মা যে
ঢাকতো লজ্জা, ভুখ।


মায়ের আঁচলে এতো মমতা
যেন বটের ছায়া
এমন শান্তি পাবে না কোথাও
একি অপরূপ মায়া।


মোটা চালের ভাতের সুবাস
মায়ের হাতের রান্না
যেন মনে হয় পরমান্ন
তবুও করি না কান্না।


      *****


রচনাকাল -
১৫ ডিসেম্বর ২০২৩