মাথার মধ্যে জ্বলছে আগুন
পরিবেশে নেই বায়ু
মানব জনম খতম হবেই
কোথায় পাবে আয়ু?
একটু দাঁড়াও ওহে বন্ধু
দেখিও না আর অহং
এখনও আছে একটু সময়
সাবধান হও স্বয়ং।
সবুজের পায়ে নোয়াব মাথা
এটাই করো পণ
নইলে জীবন যাবে চলে
পাবে না আপনজন।
সবুজ থাকলে বাঁচবে সবাই
মোছো চোখের জল
হাসতে হাসতে কাটবে জীবন
হৃদয়ে পাবে বল।
বুক ভরে নিঃশ্বাস নাও
দূষণ করো বন্ধ
পরিবেশ বন্ধু হতেই হবে
নইলে সুখও অন্ধ।
*****
রচনাকাল -
৫ই জুন ২০২৫