নীল সাগরে পরিযায়ী সুখ
   কোরোনা সময় নষ্ট
      ভিনদেশী সুখ যাবেই উড়ে
         পাবেই হৃদয়ে কষ্ট!


সুখের চেয়ে দুঃখ বেশী
   জনম জনম পাবে
      ক্ষণ সুখে হয়না সুখী
         দুঃখ নিভৃতে রবে!


মৃত নদীতে বাসর সাজিয়ে
   ভেবোনা পরম সুখ
      ভরা শ্রাবণে উত্তাল হয়ে
         সেই নদীতে দুখ!


পরিযায়ী পাখি পরিযায়ী সুখ
   যেন শীতের ভোর
      তীব্র দহনে পরিযায়ী পাখি
         ভালোবাসায় দেবে দোর!


সুখের স্বপ্ন নিমেষে উধাও
   পরিযায়ী সুখ বিদায়
      বুকের পাথরে চাপা কান্না
        করবে কীভাবে আদায়!


পরিযায়ী পাখি উড়েই যাবে
   খেলাঘর আজ ফাঁকা
      চোখের জলে একটা নদী
         উত্তাল স্রোতে একা!


          ****