বাঁচার জন্যে করছে লড়াই
ভুলেও কেউ করো না বড়াই।



আলো বাতাস সবুজ মাঠ
সভ্য মানুষ ভুলেছে সহজ পাঠ।



ইমারত গড়ছে গাছ কেটে
নিঃশ্বাস নিতে হৃদপিণ্ড যাচ্ছে ফেটে।



ফ্রক ছেড়ে পরেছ শাড়ি
এখন তুমি হয়েছ নারী।



শরৎ ঋতু নিয়েছে বিদায়
শীত কী হবে একটু সদয়!



চাষের জমিতে সোনালী ধান
সবই লক্ষ্মী মায়েরই দান।



উৎসব দিন হল অবসান
খুশি কোথায়! সবাই হয়রান।



কোথায় পাবে কৃষক সোনার ফসল
মহাজনের নজর সুদ-আসল!



হাসতে হাসতে মারছে ছুরি
গরীব মানুষের বসত চুরি!


১০
দয়ালু মানুষ এখনও পাবে
যারা সব্বার কথা সদাই ভাবে।


     *****