পরমাণু কবিতা (২১ – ২৫)


        ২১
বৃষ্টিতে ভেজে কৃষকের দল
কষ্টে ওদের নেইতো ছল।


     ২২
ধানের চারা গর্ভবতী
অতিবৃষ্টিতে ফসল ক্ষতি।


     ২৩
কৃষক জানে কোথায় সুখ
সোনালী ফসলে মেটে ভুখ।


      ২৪
ফসল বেচে শুধবে ঋণ
কৃষকরা আশায় গোনে দিন।


       ২৫
মালক্ষ্মীর আশীষ পড়ুক ঝরে
অন্ন থাকে যেন সবার ঘরে।


    *****


রচনাকাল – ২৭/০৯/২০২০