গরীব দুখীর করো দান
পুণ্যে পাবে পরিত্রাণ
নষ্ট সময় পাবে না ফিরে
মাটিতেই মিলবে খাঁটি হীরে।


চোখের কাজল যাবে মুছে
সোহাগ যদি থাকে অ-সুখে
ভালোবাসা হবে সুখের ঘর
দুটি হৃদয় হবে না পর।


রাতের জোছনায় আঁধার কাটে
গরীব মানুষ রাতও খাটে
মেরুদণ্ড আর হবে না সোজা
তবুও মানুষ করবে রোজা।


বুকের পাঁজরে গোপন ক্ষরণ
সভ্যতা আজ লিখছে মরণ
অর্থ ছাড়া বাঁচা দায়
অভাব মানুষকে গিলে খায়।


অমরত্ব পেতে চাইছে সবাই
মানুষ হবে নিশ্চিত জবাই
দু'চোখের স্বপ্ন পুড়ে ছাই
ঈশ্বর বলছে  -  বাই বাই!


        ******


৫ মে ২০২৩