পাষাণ হৃদয় গলবে কবে
জানে না তো কেউ
চোখের জলে হবে নদী
যেখানে বিশাল ঢেউ।


দগ্ধ জীবন আর সহে না
পাথর চাপা বুক
সব দেবতাকে ডাকি সদাই
কোথায় পেলাম সুখ?


ঝড়ের বেগে আসছে ধেয়ে
হবে সব বেসামাল
শরৎ প্রকৃতি ভিজছে নীরবে
কে ধরবে তার হাল!


ছেঁড়া ছেঁড়া মেঘ আকাশে ভাসে
পাষাণ হৃদয়ে ভয়
জীবনের গান গাইবো মোরা
তবুও অন্তরে ক্ষয়।


লক্ষ তারা মিটিমিটি জ্বলে
জোনাকি দেখায় পথ
চাঁদ ডুবে যায় ভোর আলোতে
দেখবো সোনার রথ!


      *****


রচনাকাল - ২৬|০৮|২০২২