জীবনের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে পাশ ফেল
এটা কোন স্কুলের পরীক্ষার পাশ ফেল নয় ...
বাস্তব জীবনের উত্থান পতনের খেলা।


ভোরের শিশির বিন্দুর মত শুরু হয় সকাল
সারাটা দিনের শেষে হিসেব কষে পাশ ফেলের
লাভবানরাই পাশের খাতায় আর লোকসান হলেই ফেল!


নদীর ভাঙনের মত জীবনের রঙ বদল হয়
মরা বাতাসের গন্ধে হাঁপিয়ে ওঠে মানুষ
তবুও মানুষ থাকতে চায় পাশ করার দলে।


একটা শ্রেণী সারা জীবন শুধুই হেরেই চলেছে
তাদের না আছে বাসস্থান, না আছে দুমুঠো অন্নসংস্থান
এখানেই যেন নদীর করাল গ্রাসের ভয়াল ছোবল!


ফেল করা মানুষরা চিরকাল চোখের জল ফেলে
হাসিটা যেন তাদের কাছে স্বপ্নের রূপকথা
শতাব্দী পেরিয়ে যায় তাঁরা কখনই সাফল্য দেখতে পায় না!


       *******