শিশুটি বাজায় পাতার বাঁশি
ফুটপাত আজও নগ্ন
মাড়িয়ে চলে সভ্য মানুষ
বাঁশিতেই সে মগ্ন।


ধাক্কা লেগে মাটিতে পড়ে
নেই কোন ভ্রূক্ষেপ
অবহেলা যার নিত্য সঙ্গী
কেউ বা করে আক্ষেপ।


তবুও হাসে বিধাতা দেখে
মানুষ পায় না দেখা
শীত কিংবা ঝড় বৃষ্টিতে
কষ্ট কপালে লেখা।


কতোই খুশি পাতার বাঁশিতে
চায় না কিছুই আর
ভুখা পেটে হাসবে কতো
নেই তো ঋণের ভার।


বিধাতা দিয়েছে ফুটপাত লিখে
নিশুতি জোনাকি রাত
পাতার বাঁশিটি হাতের মুঠোয়
দেখো না শিশুর জাত!


   ****


রচনাকাল – ০৯/০৭/২০২১