বৃষ্টির গন্ধ ভুলে গেছে অসহায় মানুষ
রঙিন জীবন ফিকে হতে হতে ছন্দ হারিয়ে যাচ্ছে
সবুজ বনানীর বুক ফেটে চৌচির -
বৈশাখের ঝলসানো তাপে পুড়ে ছাই চাষের জমি।


'পথে হল দেরি' এমন প্রবাদ বুকে আঁকড়ে বেঁচে আছে মানুষ
বৃষ্টি কোথায় পথ হারিয়ে বসেছে কৃষক জানে না
খোলা আকাশের নীচে আজও অসহায় মানুষের আর্ত চিৎকার
সূর্যের প্রখর তাপে ভোরের মোলায়েম বাতাসেও আগুনের হলকা ।


কালবৈশাখীর তাণ্ডব দেখে নি বাংলার মানুষ এ বছর
কোন পথে আটকে গেছে বৃষ্টি ভেজা নিরালা দুপুরের রোদ্দুর
ফসল শুকিয়ে যাচ্ছে মাঠেই অনাগত বৃষ্টির জন্য
থমকে দাঁড়িয়ে আছে দখিনা হাওয়ায় উল্লাস।


ঋণের বোঝা বাড়তে বাড়তে একেবারে গলা অবধি
সময়ে বৃষ্টি না হলে চাষের জমি হাসবে আবার কবে
চাঁদ ডুবে গেছে অচিন পাখির কান্না শুনতে শুনতে
পথে হল দেরি শুধু ভালোবাসায় নয়, সত্যি জীবনেও কঠিন হয়ে ওঠে।


            *******


রচনাকাল - ১৯/০৪/২০২১