হিমেল বাতাস ওষ্ঠে নিয়ে
এলো খুশির দিন
শীতের পরশ লাগছে গায়ে
শুধবো সকল ঋণ!


ভোর আলোতে জীবনের গান
গাইছে ভোরের পাখি
ওগো মানুষ দুঃখ ভুলে
খোলো সবাই আঁখি।


পাখির ডানায় মিষ্টি রোদ
করে সদাই খেলা
অসুখী মানুষ হাসবে আবার
গোধূলি সাঁঝের বেলা।


হিজল বনে পূর্ণিমা চাঁদ
ছড়ায় মায়াবী আলো
মা বোনেরা তুলসী তলায়
আশার প্রদীপ জ্বালো।


জনম জনম দুঃখ পেয়ে
জীবন হয়েছে নষ্ট
গরীব মানুষ কাব্য লেখে
পাথর হৃদয়েও কষ্ট।


   ****


রচনাকাল – ০৩/১১/২০২০