ঝাঁক ঝাঁক রঙিন প্রজাপতি উড়ছে ঝোপের মাঝে
ওদের জীবন যন্ত্রণা নেই মানুষের মত –
উন্মুক্ত হাওয়ায় ভাসিয়ে দিয়েছে দুই ডানা
ফুল থেকে মধু সংগ্রহই যাদের একমাত্র নেশা।


দুঃখের খননকার্যে মানুষ যাচ্ছে পুড়ে -
সুখের সীমারেখা কোথায় মানুষ জানে না
অনাবিল আনন্দে রঙিন প্রজাপতির দল উড়ছে
যাদের জীবন যন্ত্রনার বিন্দু মাত্র রেশ শরীরের কোথাও নেই।


মনের গভীরে খেলা করছে বসন্তের প্রথম রোদ্দুর
গাছের পাতা ঝরার শব্দ শোনা যায় হালকা শীতে
ফাগুন হাওয়ার ছোঁয়া লাগেনি এখনও শাখায় শাখায়
তবুও আমের মুকুলে ভরে যাচ্ছে দিক থেকে দিগন্ত।


শ্রমিক মৌমাছিদের শ্রমজীবী মানুষের মত পরিশ্রম করে খেতে হয়
কেউ দুমুঠো অন্ন তুলে দেয় না মুখের সামনে –
মাঝ রাত্তিরে দুমুঠো ভাত মুখে তুলেই আবার ভোরের প্রতীক্ষা
পাথর চাপা অভিমান বুকে নিয়ে কখন তারা ক্লান্তিতেই ঘুমিয়ে পড়ে।


        ********