দিগন্তের মেঘ ভুলেছে পথ
রোদ্দুরে ফাটে মাঠ
তৃষ্ণায় মানুষ মরবে এবার
সবুজ শুকিয়ে কাঠ।


শ্রাবণ আকাশে শরতের মেঘ
দিচ্ছে কেবলই উঁকি
নতজানু যেন পাথর দেবতা
কেউ কী দিয়েছে ফাঁকি!


অধরের হাসি কান্নায় মোড়া
দেখতে পায় না কেউ
বর্ষা মেঘই ঘুম কেড়েছে
আসবে তুফান ঢেউ!


অবেলার গান যাবেই থেকে
থমকে দাঁড়াবে ভোর
পাথর দেবতার প্রাণহীন দেহ
পাথরও খুলবে না দোর!


রক্ত মাংসের মানুষ তোমরা
শুধুই পাবে কষ্ট
সবুজ বনানী ফসলের মাঠ
সবই হবে নষ্ট!


         ******


রচনাকাল  - ৩১|০৭|২০২২