পাথর কেটে রাস্তা বানায়
গরীব মানুষের দল
ভুলে যাবে সত্যি অতীত
সভ্যতা অবিচল।


ভাঙা ঘরে জ্বলবে প্রদীপ
পাথরও পুড়ে ছাই
হৃদয় ভাঙা কান্না নিয়ে
কোথায় অন্ন পাই।


ঠিকানা খোঁজে আজও ওরা
পাথরের খাঁজে খাঁজে
অভুক্ত দিন হবে অবসান
হাজার কাজের মাঝে।


আলো বাতাস নদী মাটি
জীবন সাদা খাতা
বন্ধ্যা মাটিও শস্য শ্যামলা
প্রকৃতিই মোদের মাতা।


পাথরের বুকে কাব্য লিখে
শ্রমিক আজও মরে
সুখ খুঁজতেই পাথর কাটা
রক্ত শুধুই ঝরে।


      *****


রচনাকাল -
২৫ নভেম্বর ২০২৩