দিনান্তের সেই মিঠে রোদ্দুরটা ক্রমশ উবে যাচ্ছে
বসন্ত বাতাস বইতে না বইতেই আম গাছ ভরেছে মুকুলে
শিমুল পলাশ হয়েছে মোহময়ী লাল –
প্রকৃতির অপরূপ শোভায় দু’চোখ জুড়িয়ে যায়।


শীতের মোলায়েম রোদ্দুরে ঢুকছে উষ্ণ চোরা স্রোত
ঠাণ্ডা গরমে বাড়ছে ক্রমশ নানান রোগের প্রকোপ
বসন্ত প্রকৃতির এমন আচরণটা যেন খুবই স্বাভাবিক
এখনও তেমন ভাবে শুরু হয়নি গরম, তবুও ...


পাতা ঝরছে শাখায় শাখায় শীত কমতে না কমতেই
নতুন কচি পাতায় ভরে উঠছে প্রতিটি গাছ –
তীব্র দহন শুরু হবার আগেই মানুষ যেন দিশেহারা
অল্প কটা দিন শীত উপভোগ করেই থামতে হয় সব্বাইকে।


ছয় ঋতু বলা হলেও সবটা চোখেই পড়ে না বাংলায়
বসন্ত ঋতুর স্থায়িত্ব প্রায় বোঝাই যায় না -
কোকিলের কুহু কুহু রবে মানুষ ফাগুনকে অনুভব করে
দোল উৎসব যেতে না যেতেই শুরু হয় তীব্র দহনের পালা।


           *******