সকাল থেকে সাঁঝ অবধি
অবিরাম হেঁটে চলা
পুতুল খেলনা ফেরি করি
কাঁধেও বিশাল ধোলা।


কঠিন জীবন হামাগুড়ি দেয়
জোটাতে দুমুঠো অন্ন
পরিবার থাকবে হাসি মুখে
সবই তাদের জন্য।


কষ্ট এখন হয় না কষ্ট
সবই গেছে সয়ে
ঝড় বৃষ্টি শীত গ্রীষ্মে
জীবন যাচ্ছে ক্ষয়ে।


পাখির ডাকে ভাঙছে ঘুম
ফেরেও সাঁঝের পাখি
তবুও ঘরে হয় না ফেরা
দুচোখে স্বপ্ন আঁকি।


সবাইকে খুশি করাই কাজ
ফেরিওয়ালা হাসিয়েও হাসে
পথের ক্লান্তি শরীরে জড়িয়ে
ঐ খুশিটাকেই ভালোবাসে।


         *******


রচনাকাল - ৩০|০৭|২০২২