বাদল মেঘে উড়ছে ফড়িং
শিশুরা দেয় তালি
মনের খুশি উজাড় করে
ভুবনটা নয় খালি।


শালিক ফিঙে দোয়েল কোকিল
গাইছে সুখে গান
ফড়িংরাও তাল মিলিয়ে
বাঁধছে সুরের তান।


টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ভিজছে ফড়িং দল
বর্ষা মানেই ভিজে একসা
বৃষ্টিতে আসে বল।


মনের কথা বলছে ওরা
করছে কলতান
আষাঢ় মাসে ভিজতে ভিজতে
করো বৃষ্টির জয়গান।


সবুজ প্রকৃতির বুকে শুয়ে
ফড়িং পায় সুখ
নেই দুঃখ নেই অভিমান
শুধুই হাসি মুখ।


      *****


৬ জুলাই ২০২৩