বিধ্বস্ত সময় থমকে দাঁড়িয়ে আছে
আষাঢ়ের বৃষ্টিতে এখনও ডুবে যাই নি মাঠ ঘাট পুকুর
দুখের সংসারে ভাঙনের গান চিরকালীন।


সবুজের বুকে হাওয়ায় খেলা করে ঘাসফড়িং
ভেজা মাটির বুক থেকে ভেসে আসে এক মায়াবী সুগন্ধ
জোছনার রঙ হৃদয়ে লাগিয়ে বাঁচার চেষ্টা করছে মানুষ।


ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সারাদিন
ভিজতে ভিজতে মাঠে কৃষিকাজ করছে কৃষকের দল
ফসলের অঙ্গীকার নিয়ে বেঁচে থাকে মেহনতি মানুষ।


পাখিরা গাইছে মুক্তির গান  -
ওদের অবুঝ ভাষা বুঝতে চেষ্টা করে মানুষ
মেঘ বৃষ্টি আর পাখিদের মধ্যে এক আত্মিক সম্পর্ক আছে।


আষাঢ়ের বৃষ্টিতে ধানচারা রোপণের কাজ চলে
মেঘ রোদ্দুর বৃষ্টির মধ্যেই কঠোর পরিশ্রম করে কৃষক
তাতে দুঃখ নেই, যদি ঘরে আসে একমুঠো সোনার ফসল।


                ******


৭ জুলাই ২০২৩