আলোগুলো নিভে গেছে -
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঘোর অন্ধকারে
সাদা কাগজে লেখা হয় জীবনের ফসিল উপাখ্যান।


অন্ধ আবেগে ভেসে চলার দিন শেষ
ঘাম রক্ত হয়ে বেরিয়ে যায় শরীর থেকে
ভাঙা আয়নায় নিজেকে বিকলাঙ্গের মতো দেখতে লাগে।


আলো নিভতেই জোনাকির উল্লাস শোনা যায়
ছন্দ হারিয়ে মানুষ খুঁজছে আলো পথ
পাখির বাসা থেকে কান্নার শব্দ ভেসে আসে।


ঘন অন্ধকারে ডুবে গেছে জীবনের আলোকবর্তিকা
চোখের জ্যোতি ক্রমশ ঝাপসা হয়ে আসছে
হৃদয় খুঁড়ে লেখা হয় জীবনের কাব্য।


রঙচটা দেওয়াল ভেদ করে উঁকি মারছে বটগাছের চারা
বিবর্ণ রোদ্দুরের ছোঁয়া পেয়ে বেড়ে উঠছে শৈশব
হাত কেঁপে কেঁপে ওঠে বিষণ্ণ সময়ের হাত ধরে।


         *******


৩০ মে ২০২৩