রক্তে কখনো আগুন জ্বলতে দেখেছো কী
যে আগুনে ঝলসে যেন গোটা স্টেডিয়াম, গোটা পৃথিবী
যার বাঁ পায়ের যাদুতে মুগ্ধ সারা দুনিয়া
একটার পর একটা পাস কাটিয়ে অবিস্মরণীয় সব গোল।


সবুজ ঘাসের বুক ফালা ফালা করে এগিয়ে যেতে গোল মুখে
তোমার সব প্রতিদ্বন্দ্বীকে হেলায় হারিয়ে করে দিতে জয়ের গোল
লক্ষ লক্ষ মানুষের করতালিতে গর্জে উঠতো সারা মাঠ
সোনার বুট নতজানু হয় তোমার শিল্পী পায়ের মুগ্ধতায়।  


বিশ্বকাপের ট্রফি হাতে সেই অনাবিল হাসি আজও অমলিন
পৃথিবীর সব ফুটবল প্রেমী মানুষ তোমার জন্যে পাগল
তুমি ছিলে ফুটবলের যাদুকর, ফুটবলের রাজপুত্তুর –
তোমার বর্ণময় জীবন যেন এক ঝোড়ো ইতিহাস।


বিতর্ক তোমার পিছু ছাড়ে নি কখনো ডিয়েগো
কী খেলার মাঠে কিংবা খেলার বাইরেও –
যন্ত্রণায় বিদ্ধ হয়েছে তোমার হৃদয় বারবার
তবুও হাসি মুখে মেনে নিয়েছ সব কিছুই।


ডিয়েগো মারাদোনা তোমাকে ভুলবে না পৃথিবীর মানুষ
তোমার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা দুনিয়া
জীবন থেমে থাকে না, গতিশীল সময়ের সাথে বয়ে চলে
ফুটবলের ঈশ্বর হয়েই বেঁছে থাকে আজীবন ডিয়েগো মারাদোনা।


       *********


রচনাকাল – ২৭/১১/২০২০