ভাঙ্গা নৌকায় টানছে হাল
তলা দিয়ে ঠুকছে জল
জীবন এখন খেলার বাজি
সামনে মরণ নেই তো ছল।


মাঝ দরিয়ায় কাটবে সাঁতার
এমন আছে কী শক্তি
আর কতক্ষণ থাকবে ভেসে
পাবে না কেউ মুক্তি।


চোখের দৃষ্টি হবে ঝাপসা
শরীর হবেই লীন
ধীরে ধীরে ডুবছে নৌকা
বাঁচার আশাও ক্ষীণ।


যতই গভীরে যাবে ডুবে
পাবে না কোথাও মাটি
ফুটো নৌকা ফুটো জীবন
ডাঙার জীবনই খাঁটি।


কষ্টে কাটুক ডাঙার জীবন
মাঝ দরিয়ায় ভয়
তবুও মানুষ যায় সাগরে
মরণকে করে জয়।


       *****


রচনাকাল  - ০৬|০৭|২০২২