ফুটো নৌকার তলা দিয়ে
ঢুকছে হু হু জল
আর কতকাল ভাসবে জলে
নিশ্চিত মরণ ফল।


চেনা নদী চেনা স্রোত
তবুও লাগছে ভয়
ঢুকছে জল হু হু করে
বাঁচলে পাবে জয়।


জীবন তরী ফেঁসে গেলে
সবই যাবে ভেসে
গরীব মানুষ বিষাদে ভুলে
যাবে সদাই হেসে।


জলের তলায় হাঙর কুমির
থাকবে চিরকাল
মাঝ নদী হোক বাঁচতে হবে
গরীবের ফিরবে হাল?


ফুটো নৌকা ফুটো জীবন
যেখানে তাকাই ফুটো
হতাশ কাটিয়ে মানুষ ভাবছে
সুখ পাবো মুঠো মুঠো?


        ******


৮ জুন ২০২৩