পিছুটান আছে বলেই মানুষ আজও বেঁচে আছে
কঠিন সময়কে বুকে জড়িয়ে আছে চিরকালের জন্যে
রোদ মাখা বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে ফেরে সব্বাই।


পিছুটান আছে বলেই মানুষ মরতে গিয়েও মরতে পারে না
জীবনের লড়াইটা সঙ্গী করে বার বার ঘরে ফিরে আসে
জলপ্রপাতের শব্দে হৃদয় দুয়ার খুলে যায় পিছুটানের তাগিদে।


পরিবার বড়ই মায়াময় ভালোবাসার সংসার -
স্ত্রী সন্তান কিংবা আত্মীয়দের অমর বন্ধনেই বেঁচে থাকে মানুষ
ভালোবাসার মোহরকুঞ্জে আজও জীবনটা তাই অনেক রঙিন।


আষাঢ়ের মেঘ থেকে বৃষ্টি ঝরে অবিরাম ধারায় ...
পিছুটানহীন মানুষ আজও খুঁজে বেড়ায় স্মৃতির পাতার কোলাজ
শৈশবের বারান্দায় উঁকি দেয় ফেলা আসা ধূসর রোদ্দুর।


পাখিদের কলতান শুনে ফিরে তাকায় তার মাটির বাড়ির দিকে
আজও ঝরে যাওয়া বকুলের গন্ধে ভরে ওঠে হৃদয়ের উদ্যান
পিছুটান আছে বলেই মাটির পৃথিবী এতো অপরূপ মায়াময়।


      *******


রচনাকাল – ১৪/০৭/২০২১