নদীর তীরে একটি দিন
পিকনিক করে সবাই
ছেলে বুড়ো উল্লাসে মাতে
ছাগল মুরগি জবাই।


সারা বছর পরিশ্রমে
সব মানুষই ক্লান্ত
পিকনিকে এসে হাসি উৎসব
খুশির নেই অন্ত।


মাটির গন্ধে মিশে আছে
আনন্দ খুশি গান
শীতের রোদ্দুর গায়ে মেখে
করে সব কলতান।


পিকনিক স্পটে ভেসে আসে
উদ্দাম মাইকের শব্দ
নদীর চর উথাল পাথাল
মানুষ হবে না জব্দ!


শীত মানে পিকনিকে মাতো
বছরের কয়েকটা দিন
দুঃখ কষ্ট থাকবে চিরকাল
হৃদয়ে খুশির বীন।


     *******


০৯ জানুয়ারী ২০২৩