চোখেতে ছানি হয়নি কাটানো
দু'চোখ হবেই অন্ধ
মায়া মমতা স্নেহের বাঁধন
সবই হয়েছে বন্ধ!


পাথর বোঝা সংসার ছিল
টেনেছে সবটাই একা
ছোট্ট ঘরে কাটছে জীবন
হৃদয় হয়েছে ফাঁকা।


দুটি অক্ষর ভীষণ আপন
নামটি হল পিতা
শৈশব কাটে হাতটি ধরে
তুমিই বন্ধু মিতা।


আজ দুর্দিনে কোথায় খোকা
দু'চোখে পড়েছে ছানি
আঁধারে আলো খুঁজছে পিতা
হবে সম্মান হানি?


চাকুরে খোকা বড় অফিসার
সময় হয়না তার
গ্রামকে ভুলে শহরের বুকে
বেঁধেছে সুখের ঘর।


অন্ধ পিতা অতীত ভোলেনি
দু'চোখে আসছে জল
তবুও বলে খোকার সুখই
আমার পুণ্যের ফল।


       ******


রচনাকাল  - ২৫|০৩|২০২২