ভাঙা থালাটা পড়েছিল মাটিতে
ছিল কিছু শুকনো মুড়ি,
আর এক টুকরো গুড় -
উলঙ্গ শিশুটা দু-একটা করে খায়
বাকীটা ছড়ায় আর হাসে-


দমকা বাতাসে মুড়িগুলো ছড়িয়ে যাচ্ছে
এলোমেলো ভাবে এদিক ওদিক -
উলঙ্গ শিশুটা খিলখিলিয়ে হাসছে...


এক সময় থালাটা উল্টে দেয়
ঝোড়ো বাতাসে মুড়িগুলো ছুটছে -
মনে হয় কোটি কোটি ক্ষুধার্ত মানুষ
দু-মুঠো মুড়ির জন্য ওদের ধাওয়া করেছে।


মুড়িগুলো নিঃশব্দে ছুটছে ঝড়ের বেগে..
উলঙ্গ শিশুটা হাততালি দিচ্ছে -
হাসছে, ছুটছে, হাসছে...


     ******