এক বুক বাতাস নিয়েছিল মেয়েটা
দীর্ঘ ছ’মাস শয্যাশায়ী
আজ একটু ভালো,
জানালার পাশে দাঁড়িয়ে –
সকালের পবিত্র সূর্যের লাল আভা
ছড়িয়ে পড়েছে তার শীর্ণ মুখে


এক বুক বাতাস নিয়েছিল মেয়েটা
শীর্ণ কঙ্কাল মুখটা জ্বলজ্বল করছিল
পাহাড়ী ঝরণার মতো...
সে বাঁচতে চায় আগের মতো
হরিণীর মতো চায় ছুটতে
সে কী পারবে আগের মতো
হাসতে, খেলতে, ছুটতে...


এক বুক বাতাস নিয়েছিল মেয়েটা
বাতাসের প্রতিটি অনু-পরমানু
তার সমস্ত সত্ত্বা দিয়ে অনুভব করেছিল -
বাতাসের এমন মিষ্টি গন্ধ আছে
সে আগে কখনো বোঝে নি,
মেয়েটি বোঝে নি কিংবা বুঝতে চায়নি
তার বিগত যৌবনের ঝোড়ো ইতিহাসকে...


এক বুক বাতাস নিয়েছিল মেয়েটা
অ-নে-ক, অ-নে-ক দিন পর...