নিশুতি অন্ধকারে লক্ষ জোনাকি
ঝিকমিক আলো জ্বলে...
জোনাকির আলোকিত শরীর
জ্যোৎস্না হীন রাতেও
অপরূপ শোভা পায় -


আকাশের সমস্ত নক্ষত্র আর
জোনাকির আলো মিলেমিশে একাকার।


প্রকৃতির আশ্চর্য সৃষ্টি
আকারে ক্ষুদ্র অথচ
যা বিশালকায় প্রাণীর নেই...


অবিশ্রান্ত আলোর ধারা
সারা রাত উদ্ভাসিত হয়
দিকভ্রান্ত পথিকের জন্য -


লক্ষ জোনাকির আলোয়
আলোকিত পথে...
নির্দিষ্ট গন্তব্যে পোঁছনোর
এ এক সুনিশ্চিত ‘মরূদ্যান’।