মুখ ফিরে দেখি পড়ে আছে দু’টি টাকা
তুলে নিই হাতে যদি পাই কাছে তাকে
প্রতি দিন আসে কাছে পায় যদি দেখা-
মিছে প্রতীক্ষায় রইলাম পথ চেয়ে
তোর সাথে আড়ি করলাম আজ আমি
বলবো না কোনো কথা তুই এলে আজ।


অফিস যাওয়ার পথে স্টেশন মুখে
প্রতিবন্ধী বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে থাকে
অজান্তেই করেছি স্নেহ মায়া মমতা
কখনো বা দিয়েছি বিস্কুট, চকলেট।
তবে কি শরীরটা হল তার খারাপ
পর পর ক’দিন পেলাম না তো দেখা-


মনটা যে খারাপ দেখা না পেয়ে তার
খোঁজ নিয়ে জানলাম চলে গেছে তারা
বহু দূরে অন্য কোথাও বা কোনোখানে
ছিল যাযাবর দেখা হবে কি আবার
মুখটা ভাসে অফিস যাওয়ার পথে
মিটি মিটি হাসে যেন মোর পিছু ডাকে
বাবু বাবু ঐ যে তোমার ট্রেনটা আসে…


                 ****
(এই কবিতায় প্রতিটি লাইনে ১৪টি বর্ণ আছে)