সুনীল আকাশে বিচরণ তোমার
তুমিই হয়েছ সুনীল...
তোমার কলম শানিত হয়েছে
বাংলা সাহিত্যের ঐতিহ্য
শেষ অষ্টমি রাতে
সাহিত্য ছেড়ে,
কলমকে বিশ্রাম দিয়ে
নিজেই নিলে চির বিশ্রাম...
সরস্বতীর বরপুত্র তুমি
তুমিই নীললোহিত -
স্রষ্টা মরে না...
বেঁচে থাকে চিরকাল
তাঁর সৃষ্টির মাঝে
কবি তুমি অমর -
হে স্রষ্টা, তোমাকে জানাই
শত কোটি প্রণাম।।


       *******


(সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন - ৭ই সেপ্টেম্বর)
রচনাকাল - ২৩/১০/২০১২
মৃত্যুদিন -   ২৩/১০/২০১২ - মহানবমীর দিন