মুমূর্ষু  মানুষের  সাথে
কথা বলা হয় না আর -
আমরা বড্ড বেশী আধুনিক,
মুমূর্ষু  মানুষ ভালোবাসার কাঙাল
সুস্থ মানুষের অবহেলা
কিংবা পরিচিত হলে
না দেখার ভান করে চলে যাওয়া
সহ্য হয় না …


পড়ন্ত বিকেলের রোদ্দুরের মতো
মনে হয় মুমূর্ষুদের
অপরের অবহেলার ঢেউ
ভাঙতে ভাঙতে …
কখন তারা পৌঁছে যায়
শ্মশান ঘাট, গঙ্গার ধার
কিংবা পোড়া কাঠের গন্ধ ...


শুধু একটু ভালোবাসা –
একটু স্নেহ-মমতা
তারা নিশ্চয় পাবে
নতুন ভোরের ঠিকানা ...


        ****