প্রতিটি নির্জন দুপুরে
সবাই যখন ব্যস্ত যে যার কাজে
পাশের বাড়ির নতুন মেয়েটা –
যদি এক পলক দেখা হয়...


ঠা ঠা রোদ্দুরে ছাদে অপেক্ষায়
চোরা স্রোতের মতো একা একা
মেয়েটা হয়তো জানেই না
তা্রই জন্যে এক পাগল


হয়তো বা দেখেছে সে
ক্যাবলা, হাড় জিরজিরে
একটা ছেলে তাকিয়ে তার দিকে
মনে মনে হেসেছে …


অবাধ্য যৌবনকে শাসন করি
পারি না, কিছুতেই পারি না
তবুও উঁকি দেওয়া –
সেই নির্জন দুপুরে
একা একা, অন্যের শরীরে...


        *****
রচনাকাল - ১৭/০২/১৯৯৬