আতসবাজির রোশনাইয়ে
ভেসে যাচ্ছে সারা আকাশ...
তুমি কি জানো -
রংমশাল, ফুলঝুরিতে
কত বারুদ থাকে?


নক্ষত্র খচিত আকাশে
কতো তারা থাকে
তুমি কি জানো?
জানো না, না?


ভালোবাসার অঙ্গীকারকে
আতসবাজী ভেবো না -


তোমার ওষ্ঠের সম্মতিতে
ঝড় উঠবে নক্ষত্র খচিত রাতে
ভালোবাসার…


উষ্ণতার স্পর্শে জ্বলবে
দু’টো মৌন শরীর -
রং মশাল, ফুলঝুরিতে
এতো বারুদ কোথায়?


       *****