মাড়িয়ে গেল সবাই ফুলের মালা
পূজোর পরে মূল্যহীন এ ফুল মালা।


গঙ্গাজলে যতই না আবর্জনা ফেলা
তবুও যাবে না এ জল মাটিতে ফেলা।


বাতাসে এখন কনক চাঁপার সুবাস
মন ডুবে যায় সুখের যেথা নিবাস।


ময়ূরপঙ্খী হাওয়ার তালে দোলে
নদীর বুকে সোহাগ দিয়ে চলে।


রাধার মনে উথাল পাতাল হাওয়া
কৃষ্ণ ছড়ায় বাঁশির মধুর মায়া।


জনম জনম শুধুই চাওয়া পাওয়া
ভালবাসা সহজে যায় কী পাওয়া?
    
           ********