জন্মদিন আমার পঁচিশে বৈশাখ
তবুও কবিগুরু নই আমি
বছরে একবার অনুভব করি
জন্মদিনের অস্তিত্ব –


বিশ্ব কবির জন্মদিনে কত অনুষ্ঠান
কত আলোচনা সভা ...
কিন্তু কত রাত বিনিদ্র কেটেছে
সাদা কাগজ, নতুন কলম নিয়ে
আজও বসে আছি –


তবুও কবির মত সহজ সরল
একটাও লাইন লিখতে পারলাম না
‘জল পড়ে পাতা নড়ে’ কিংবা
‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’
উঃ! কী সহজ কথা
না না, কী কঠিন লেখা!


   ****


রচনাকাল – ০১/০১/২০০১