‘কেউ কথা রাখেনি’
একথা মানা যায় না
কেউ না কেউ কথা রাখে
নচেৎ ভালোবাসা শব্দটাই মূল্যহীন।


কথা রাখার জন্য প্রতীক্ষা
হয়তো বা অনেকটা বছর …
ভালোবাসার দিগন্ত রেখায়
সোনালী সূর্যদোয় হয় বলেই
অনেকেই কথা রাখে -


‘কেউ কথা রাখেনি’
ভুল ভুল ভুল …
কোনো একজন কিংবা বিচ্ছিন্নভাবে
বেশ কয়েকজন –
কথা রাখলো না
আমরা কী এক বাক্যে
অহংকার করে বলতে পারি
‘কেউ কথা রাখেনি’


      ******