বলেছিলে তুমি সময় লাগবে –
কিন্তু কতদিন? দেখতে দেখতে
বিশটা বছর কেটে গেল …
তোমার মুখটা ক্রমশ হারিয়ে যাচ্ছে
ঘন কুয়াশার মধ্যে –


তবুও প্রতীক্ষায় আছি
তোমার আসায় মগ্নতায়
ভয় পাই মাঝে মাঝে …
মনের উত্তাল নদীটা
ক্রমশ মজে আসছে।


প্রতীক্ষারও অবসান হয়
বয়স তো আর কম হল না -
পূবের সূর্যটা ক্রমশ
পশ্চিম আকাশে ঢলছে
আর কত সময় নেবে?


    *****


রচনাকাল – ৩রা মাঘ ১৪০০ সাল
( ২২ বছর আগে লেখা )