তোমরা যাকে সবাই মিলে
করলে অবহেলা
নারী দিবসে সেই বিজয়ী
পরলো জয়মালা।


গ্রামের মেয়ে কালো কুচ্ছিত
নয়তো রূপসী
প্রতিযোগীতায় এসেছিল উচ্চশিক্ষিতা
ডাক্তার কিংবা বিদুষী।


শহুরে মেয়েরা প্রশ্ন বানে
বিদ্ধ হতেই বিদায়
শেষ বাজিটা জিতেই নিলো
দাদাগিরির সভায়।


একটি ছেলে বলল এসে
করবি আমায় বিয়ে
সহজ সরল কালো মেয়েটা
দিয়েছে তার দু’হাত বাড়িয়ে।


খিলখিলিয়ে হাসলো সবাই
কালো মেয়ের কথায়
ভালবাসার মানুষটাকে
সোহাগ দিয়ে ভরায়।।


    ****


(০৮/০৩/২০১৬ –নারী দিবস উপলক্ষে জি বাংলা টিভি তে
দাদাগিরি অনুষ্ঠানে একটি গ্রামের মেয়ের জয়লাভে অনুপ্রানিত
হয়ে এই কবিতাটি লেখা)