তোমার শরীরের সমস্ত উর্বরতা
ক্রমশ কমতে কমতে
ঘাস হীন রুক্ষ মরুভূমি -
তোমার অজান্তেই জমেছে
বালি ঝড়ের ধূলো।


তোমার হৃদয়ের নদীতে
পলি জমতে জমতে
তুমি এখন স্রোত হীন
পড়ন্ত বিকেলের এক নদী।


তুমি পেরিয়ে এসেছো মধু মাস
ওষ্ঠের রামধনু রঙ হয়েছে ম্লান
চেতনার হাত ধরে দাঁড়িয়ে
তোমার নব জন্মের ইতিহাস।


ভালোবাসার আকাশে একখানা মেঘ
উড়ে যায় আনমনে
সাঁঝের প্রদীপের আবছা আলোতে
অতীতকে পিছু ডাক দেয়।।


   ******


রচনাকাল – ২১/০৫/২০১৬