বাংলাটাকে ভীষণ আমার
সহজ মনে হয়
লিখতে গেলেই কেন এতো
বানান ভূল হয়।


ইংরাজীটা মোটেই আমার
মাতৃভাষা নয়
তবে কেন ইংরাজীটা
পড়তে আমার হয়?


ইতিহাসটা খুবই আমার
গোলমেলে সব লাগে
কার বাবাকে কে যে কখন
খুন করেছে আগে।


ভূগোলটাকে কখনও আমার
লাগে নি মোটেও সহজ
ম্যাপ পয়েন্টিং করতে গেলে
খাটাতে হয় যে মগজ।


বিজ্ঞানেতে কখনও আমি
নয় তো ভাল ছেলে
তিরিশ নম্বর পেতে গেলে
জীবন যেতো চলে।


অংক টাকে দেখলেই
আসতো আমার ভয়
কবে যে আমি দশ পেয়েছি
মনে থাকার নয়।


তবুও বাবা, সবার কাছে
বুক ফুলিয়ে বলে
শচীন সৌরভ নাই বা হল
ছেলে ক্রিকেট ভাল খেলে।।


    ******