বৃষ্টি ভেজা চাঁদের বুকে
                    এক বুক অভিমান
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
                   এতো ভালোবাসার দান।


বৃষ্টি দিনে শরীর ভেজে
                    মনে লাগে জোয়ার
ইচ্ছে করে ময়ূর সেজে
                  পেখম দেখাই সবার।


বৃষ্টি ধারা নদীর বুকে
                   দু’কূল ছাপিয়ে সুখ
মনের সাগরে ঝড়ের তুফান
                    ভালোবেসে মরে সুখ।


বৃষ্টি তুমি মরীচিকা নও
                 ভালোবেসে করো সোহাগ রাত
বৃষ্টি শেষে রামধনু রঙ
                   ভালোবাসায় হয় না অজুহাত।।


          ******