বুকে আমার অনন্ত জলরাশি
সূর্যের প্রতীক্ষায় কেটেছে প্রহর
জলরাশি পারিনি কমাতে -
সমুদ্রের ঢেউ পাগলপারা
মনে আমার বালিযাড়ির ক্ষয়।


দিগভ্রান্ত নাবিকের মতো
জলরাশিতে কেটেছি সাঁতার
অকূল দরিয়ায় ভেসেছি ক্লান্তিহীন
বালুচরে পড়ে থাকে অজস্র ঝিনুক
ডুবুরীর পোশাকে মাপতে চেয়েছি
সমুদ্রের অনন্ত জলরাশি।


ভালোবাসা কিংবা জলরাশি
মাপতে চাওয়া বোকামি
বালুচরে শুয়ে আছি ঝিনুকের সাথে
ঢেউ আছড়ে পড়ে বুকে
জানি তুমি সমুদ্র, আমি ডুবুরী
তবুও খুঁজে চলি সারাক্ষণ
দলছুট ডলফিনের মতো
সঙ্গীর খোঁজে অনন্ত সময়...


        *****