ব্লাউজের আঙটায় বেধে আছে
এক টুকরো রোদ্দুর
খোলা পিঠের উপনিবেশে
আগ্নেয়গিরির লাভা –


কাঙালের মতো চেয়ে থাকি
শরীরের গর্জন তবুও থামে না
সোহাগের নাটমঞ্চে ঝাড়বাতি নেই
আছে শুধু আগামীর প্রতিশ্রুতি –


গোধুলি বেলায় বিষণ্ণ মন
আনমনে পথ চেয়ে...
রঙ বাহারি পাখির দল
উড়ে যায় দূর নীলিমায়।


স্মৃতির পসরা খুলে দেখি
কিশোরী কৃষ্ণচূড়া হয়েছে
আবীর মাখানো লাল
অলীক স্পর্শের ছোঁয়ায় ...


        *****