বালিশের নীচে গোপন চিঠিতে
অভিসারি ইঙ্গিত
ঝড়ের ঠিকানা আছে লেখা
নীরব চিঠির অন্তরে।


মেঘ খেলা করে নীলাকাশ জুড়ে
হৃদয় পেয়েছে ভয়
ভালোবাসা বন্দি হয়েছে
চিঠির মধ্যে আজ।


রাতের আঁধারে লেখা থাকে যত
গোপন ক্ষত চিহ্ন
আকাশের নীচে শ্রাবণের মেঘ
পেরিয়ে গিয়েছে বহু পথ।
বৃষ্টি নামুক কিংবা উঠুক
প্রলয় একটা ঝড়।


অভিসারি মন বেরিয়ে পড়েছে
শ্রাবণ মেঘের সাথে
নগ্ন শরীর হেঁটে চলে যায়
বিরহের মালা গেঁথে
গোপন চিঠিতে ঝড়ের ঠিকানা
বৃষ্টিতে গেছে ভেসে ...


      *******