রাত্রি শেষে আসে নতুন প্রভাত
ভালোবাসার রঙ ফিকে হবার আগেই
জন্ম নেয় এক নতুন সভ্যতা।


কানামাছি খেলার দিন আর নেই
আকাশে নেই কোনো ঘূর্ণাবর্ত
তোমার বুকের উননের উত্তাপ
সহ্য হয়ে গেছে।


আধখানা চাঁদ এখনোও আলো দেয়
সেই ফেলে আসা দিনের মতই
জানালায় দাঁড়িয়ে থেকেছি
নিদ্রাহীন দুটো শরীর।


আধখানা চাঁদ খেলছে লুকোচুরি
মেঘ বালিকার সাথে
স্রোতস্বিনী নদীর বুকে
জাগছে চরাচর -


ভালোবাসা ধরা দেয় নিভৃত রাতে
ওষ্ঠের জমিতে ওঠে ঝড়
শরীরের সমস্ত কোলাহাল খুঁজে ফেরে
নতুন সভ্যতার আঙিনায় ...


         ******