মফস্সলের গলি পথে আর আঁধারে থাকে না
বিদ্যুতের আলোতে টিমটিম করে জ্বলে
শৈশবের কাঁচাপাকা ঘর বাড়ি -


ভালবাসার খাঁচায় চাঁদের রাত্রিযাপন
নিদারুণ অভাব নিয়েছে ছুটি
বেঁচে থাকা এখন স্বপ্ন নয়
ভাল করে বাঁচতে চাওয়া অধিকার।


মফসসলের ঘরে ঘরে কুটীর শিল্প
সোলা, ফুচকা, জরির কাজ, পাঁপর নানা রকম
অভাবের সাথে আপস নয়...।


ভালবাসার উঠোন জুড়ে
এক টুকরো সোনালী রোদ্দুর
শিক্ষা এসেছে ঘরে ঘরে
বর্ণপরিচয় দিয়েছে ঈশ্বরের ছোঁয়া
মফসসলে এসেছে ভালবাসার সূর্যোদয়।


          *******