রূপকথার গল্প বুকে নিয়ে আছে
অচেনা বালিকা বধূ
স্বপ্ন খুঁজে ফেরে অবোধ উষ্ণতা।


ব্যঙ্গমা ব্যঙ্গমি, ঠাকুরমার ঝুলি
সবই হারিয়ে গেছে কবে
চোখের দু’কোণে দু’ফোঁটা জল
চোখ মোছে না সে -


শীর্ণ শরীরে বাসা বেঁধেছে
আগামীর অতিথি ...
অল্প বয়েসে বিয়ে
বছর ঘুরতে না ঘুরতেই
নাবালিকার শরীরে লেগেছে গ্রহণ।


সান্ধ্য রাগে শোনা যায়
দেবশিশুর অমোঘ হাতছানি
রূপকথার গল্প হারিয়ে গেছে।


চোখের দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে -
ডানা কাটা পাখির মতো
ছটফট করেছে প্রতিটি রাত।


এক রাশ অভিমান বুকে নিয়ে
শুয়ে আছে নীল জ্যোৎস্নায়।


      ******