মানুষের মনের মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বর
শরীর খুলে দিয়ে বলেছি -
ঈশ্বর, ললাটে এঁকে দাও রাজ টিকা।


তুমি দিয়েছ উলঙ্গ শরীর
ধীরে ধীরে চাপিয়েছো বোঝা
শৈশব, কৈশোর, যৌবন ...


স্পর্শ হীন অনুভুতি বুকের নিঃশ্বাসে
খেলা করে তোমার অস্তিত্ব -
পাখির পালকের মতো হালকা
পেঁজা তুলো মেঘের মতো উদাসীন।


তুমি আদি পুরুষ
নির্দিষ্ট সীমা রেখা দিয়েছো
মানুষের জীবন মান চিত্রে।


মন্দিরে তোমার পাথরের বিগ্রহ
সবাই দেখতে পায় -
মনের দেবতার সন্ধান পায় ক’জন
কারণ, তুমিও সংসারী ঈশ্বর।


আমাদের নৈবেদ্যে তোমার দিনাতিপাত
তবুও তুমি ঈশ্বর -
খেটে খাওয়া সাধারণ ঈশ্বর।


      *******