মৃত্যুর দ্বারে বসে আছে অভাগী
স্পর্শহীন আঁধারে ধুয়ে গেছে রাত্রি।

ঝড়ের শব্দে ক্ষতবিক্ষত ভোর
বুকের নিঃশ্বাসে হিসেবের বোঝাপড়া।

সময় থমকে অভাগীর কান্নায়
শত ছিন্ন শাড়ীতে হেঁটে যায় অতীত।

হৃদয়ের তরীতে অন্তহীন পথ চলা
ওষ্ঠের মৃদু হাসিতে খেলা করে
ভোর আকাশের আলপনা।

কান্না জাগে বুকের আঁধার থেকে
হাত বাড়িয়ে তেষ্টার জল খোঁজে।

চোখ দুটিতে মেঘের ঘনঘটা
এই বুঝি বা নিভলো জীবন বাতি ।

শিশির বিন্দু আলগোছে একফোঁটা
পড়লো তার ওষ্ঠ বেয়ে গালে
অমনি চোখে ঘনায় অন্ধকার।

অভাগী এখন গেছে অনেকদূর ...
জীবন খাতায় হিসেব শুধুই ভুল।

     *****